You dont have javascript enabled! Please enable it! আমি সিরাজুল আলম খানের ভুল গুলো ৩৬ - সংগ্রামের নোটবুক

আমি সিরাজুল আলম খানের ভুল গুলো ৩৬ঃ 

সিরাজুল আলম খান বলেছেন ৬৫ সালের যুদ্ধের দুদিন আগে ছাত্রলীগের সম্মেলনে আমি বলেছিলাম এটাই আমার প্রকাশ্য ১০ বছরের মধ্যে শেষ বক্তৃতা। কথার মধ্যে আমি কি ইঙ্গিত করেছিলাম তখন কেউ না বুঝলেও নিউক্লিয়াসের অনেকেই তা বুঝেছিল। স্বাধীন হবার আগে আমি কোন প্রকাশ্য সভায় মঞ্চে উঠিনি উঠেছি কেবল ১৮ জানুয়ারী পল্টনের জনসভায়।  যতটুকু জানা যায় মফস্বলে তিনি ছাত্রলীগের অনেক সম্মেলনে গিয়ে মঞ্চে বক্তৃতা দিয়েছেন। ১১ তারিখের আওয়ামী লীগের মহা সমাবেশে মঞ্চে উনার জায়গা হয়নি। ১৮ জানুয়ারী আওয়ামী লীগের কোন জনসভা ছিল না। সেদিন পল্টনে জামাতের জনসভায় সিরাজুল অনুগত বাহিনী পিটাপিটিতে ব্যাস্ত ছিলেন।  উনার সুহৃদ কিছু বুদ্ধিজীবী সিরাজুলের ২৩ মার্চ একটি সমাবেশে উপস্থিত থাকার কথা বলে। এ বিষয়ে আমারও তাদের পক্ষীয় একটি পোস্ট আছে। শ্রমিক নেতা সায়েদুল হক সাদুর ছবি ৭২-৭৩ এর সিরাজুল আলম খানের ছবির সাথে মিলে যায়। সিরাজুল ২৫ মার্চের আগে দাঁড়ি রাখেননি। ২৩ মার্চের সে সমাবেশে সাদুর ছবিকে তারা সিরাজুলের ছবি বলে চালিয়ে দেয়। বইয়ে এখন এ তথ্য আসার পর তা মিথ্যা প্রমানিত হয়েছে। পত্রিকায় কিন্তু সমাবেশে উপস্থিত নেতাদের তালিকায় সিরাজুলের নাম ছিল না। ঠিক সিরাজুল সদৃশ ছবি দেখে আমি কয়েকদিন আগে একটি পোস্টে বলেছি সিরাজুল আলম খান ১ জানুয়ারীর শ্রমিক লীগের সভায় মঞ্চে ছিলেন কিন্তু বক্তৃতা দেয়ার সুযোগ তার হয়নি। ছবিটি আসলে সাদুর। তিনি মঞ্চে ছিলেন এবং বক্তার তালিকায় তার নাম আছে।