১৯ জুলাই ১৯৭১ঃ জাতিসংঘ সহকারী মহাসচিব ইসমত কিত্তানি
জাতিসংঘের মহাসচিব উথান্টের বিশেষ দূত ও সহকারী মহাসচিব (জরুরী বিষয়াবলী) ইসমত কিত্তানি (ইরাকী) নিউইয়র্কে সাংবাদিক সম্মেলনে পূর্ব পাকিস্তানে প্রথম দফা রিলিফ সহায়তা কর্মসূচী চালু করতে ১৪ কোটি টাকা সংস্থান করার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন। মহাসচিব উথান্তের কাছে প্রেরিত রিপোর্টে তিনি পূর্ব পাকিস্তানে নৌযান, উপকূলীয় জাহাজ, মটর, ট্র্যাক, জীপ ক্রয়ের জন্য সুপারিশ করেছেন। তিনি বলেন পূর্ব পাকিস্তানের জনগন বিগত দিনে দুটি দুর্যোগ এবং রাজনৈতিক গোলযোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাকিস্তান সরকার জাতিসংঘের কাছে আগে ২০ কোটি টাকা চেয়েছিল। এর মধ্যে ছিল গৃহ নির্মাণ বাবদ ২ কোটি পেশাগত মঞ্জুরি ১ কোটি বস্র ৩০ লাখ খাদ্য শস্য বাবদ ৬০ লাখ ও অন্যান্য ১০ লাখ ডলার। ইহা ছাড়াও পাকিস্তান ৮০০০০ টন কম্বল ২০০০০ টন টিন সাহায্য চেয়েছে। এ ছাড়াও উপকূলীয় দুর্গতদের জন্য ২৫ লাখ টন খাদ্য শস্য এবং ১ লাখ টন ভোজ্য তেল সাহায্য চেয়েছে।