You dont have javascript enabled! Please enable it! 1971.09.03 | পাকিস্তান সরকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পেনশন বন্ধ করে দিলে বাংলাদেশ সরকার আবার তা চালু করেন - সংগ্রামের নোটবুক

নজরুল ভাতা 

পাকিস্তান সরকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পেনশন বন্ধ করে দিলে বাংলাদেশ সরকার আবার তা চালু করেন। কবির কলকাতার বাসভবনে অনাড়ম্বর এক অনুষ্ঠানে স্বাধীন বাংলাদেশের হাই কমিশনার এম. হোসেন আলী কবিকে ২১০০ রূপির একটি চেক প্রদান করেন যুদ্ধকালীন বাঙ্গালী নেতা ও পদস্থ কর্মকর্তাদের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (মর্যাদাক্রম)
পূর্ব পাকিস্তান ২৬ মার্চ ১৯৭১ থেকে ১৫ ডিসেম্বর ১৯৭১
তালিকাটি নিজের বানানো। সরকারের তালিকা এর কাছাকাছি হবে মনে করি
১) গভর্নর
২) সামরিক আইন প্রশাসক
৩) জিওসি ইস্টার্ন কম্যান্ড
৪) নুরুল আমীন
৫) মোনায়েম খান
৬) মাহমুদ আলী
৭) জব্বার খান
৮) ফজলুল কাদের
৯) ফরিদ আহমেদ
১০) আতাউর রহমান
১১) হামিদুল হক চৌধুরী
১২) সবুর খান
১৩) জহিরুদ্দিন
১৪) ইউসুফ আলি চৌধুরী মোহন মিয়া
১৫) আজিজুল হক নান্না মিয়া
১৬) শাহ আজিজুর রহমান
১৭) খাজা খয়ের
১৭) গোলাম আজম
১৮) পীর মহসেন উদ্দিন দুদু মিয়া
১৯) এ কিউ এম শফিকুল ইসলাম
২০) এস বি জামান
২১) ত্রিদিভ রায়
২২) এটি সাদি
২৩) সকল প্রাদেশিক মন্ত্রী
২৪) প্রধান বিচারপতি
২৫) মুখ্য সচিব
২৬) জুলমত আলি খান
২৭) জব্বার খদ্দর
২৮) সাবেক বিচারপতি বাকের
৩০) সিদ্দিক আহমেদ
৩১) নুরুজ্জামান
৩২) আতাহার আলি
৩৩) শামশুল হক
৩৪) আনোয়ারুল হক
৩৫) হাফিজুর রহমান
৩৬) আসগর জায়েদি