You dont have javascript enabled! Please enable it!

নিজামি

পশ্চিম পাকিস্তানে কর্মরত অবস্থায় প্রশিক্ষণার্থী পাইলট অফিসারের বিমান ছিনতাই প্রচেষ্টার মাধ্যমে মুক্তিযুদ্ধে যোগ দিতে আসার পথে ফ্লাইট করাচীর ৫০ কিমি দক্ষিন পূর্বে জলামগ্ন এলাকায় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান সহ পাইলট অফিসার রশিদ মিনহাজ নিহত হন। ৩১ তারিখে সরকার বিষয়টি জনসম্মুখে প্রকাশ করার পর ইসলামী ছাত্র সংঘ সভাপতি মতিউর রহমান নিজামী এদিন রশিদ মিনহাজের বাবার কাছে শোকবার্তা পাঠায়। তারবার্তায় তিনি জানান, রশিদ মিনহাজ দুষ্কৃতকারীর মোকাবেলা করতে গিয়ে প্রাণ দিয়েছে। মিনহাজের এই আত্মত্যাগ পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাসী সবাই আদর্শ হিসেবে গ্রহণ করবে।