১৮ জুলাই ১৯৭১ঃ পাঞ্জাব কংগ্রেসের সভায় সরণ সিংহ
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরণ সিংহ পাঞ্জাবের বাটলায় পাঞ্জাব কংগ্রেসের সভায় বলেন ইয়াহিয়া খান ভারতের প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে কথা বলতে চান ইহা একটি ষড়যন্ত্র। তার উচিত ইন্দিরা গান্ধীর পরিবর্তে শেখ মুজিবের সাথে বসা ও আলোচনা করা উচিত। সরন সিংহ পাকিস্তানে অস্র সরবরাহ করার জন্য যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন পাকিস্তানের উভয় অংশেই সমস্যা গুরুতর কিন্তু মনে হয় না সামরিক শাসক বর্গ নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। তিনি বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি নিয়ে ভারতীয় জনসংঘের সত্যাগ্রহ আন্দোলনের সমালোচনা করেন।