You dont have javascript enabled! Please enable it! 1971.07.16 | ত্রিপুরার মন্ত্রী মনসুর আলীর বিলোনিয়া শরণার্থী শিবির পরিদর্শন - সংগ্রামের নোটবুক

১৬ জুলাই ১৯৭১ঃ ত্রিপুরার মন্ত্রী মনসুর আলীর বিলোনিয়া শরণার্থী শিবির পরিদর্শন। 
ত্রিপুরার উপমন্ত্রী মনসুর আলী বিলোনিয়ায় শরণার্থী শিবির পরিদর্শন করেন। এ সময় শরণার্থীরা তার কাছে অনেক অভিযোগ জানায়। তিনি তাদের আশ্বাস দিয়ে বলেন পরিকল্পিত ভাবে সব কিছু করা হবে।  মেলাঘরে চার জন পাকিস্তানী গুপ্তচর গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে নাশকতা কাজের সূচী সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়। এরা মুলত ত্রিপুরায় অবস্থানরত সরকারী কর্মকর্তাদের উপর তথ্য সংগ্রহ করছিল।