আমি সিরাজুল আলম খান এর ভুল গুলো-১৬ ঃ দেশের পতাকার জন্ম
সিরাজুল আলম খান বলেছেন সেদিন ৭ জুন জয়বাংলা বাহিনীর পতাকা সৃষ্টির মাধ্যমে দেশের পতাকা জন্ম নেয়। শিব নারায়নের বানানো পতাকাটি ছাত্রলীগ স্বেচ্ছাসেবক বাহিনীর জন্য তৈরি এবং এটি মার্চ ৭১ এর আগ পর্যন্ত বাহিনী পতাকাই ছিল এবং তার আগে পতাকার কোন কার্যক্রম ছিল না। তিনি, রব, রাজ্জাক সকলেই তাদের সাক্ষাতকারে একই কথা বলেছেন। দেশের পতাকা হিসেবে এটি আবির্ভূত হয় ২ মার্চ। সিদ্ধান্ত নেয় ৪ খলিফা। লাইনটি সেভাবেই লেখা উচিত ছিল।