You dont have javascript enabled! Please enable it! সিরাজুল আলম খান এর ভুল গুলো - ৬ - সংগ্রামের নোটবুক

সিরাজুল আলম খান এর ভুল গুলো – ৬ ঃ জয়বাংলা স্লোগান প্রাতিষ্ঠানিকিকরন 

তার বইয়ে জয় বাংলা স্লোগানের বহুল ব্যাবহারকরনে এবং প্রাতিষ্ঠানিক গ্রহন যোগ্যতা সৃষ্টিতে তিনি একাই অবদান রেখেছেন বলে একাধিক পৃষ্ঠায় দাবী করেছেন। তার এ দাবী সম্পূর্ণ মিথ্যা বরং ৭০ এ ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মসূচীতে এ স্লোগান বন্ধে তার তৎপরতা ছিল সবচে বেশী। শাহ মোয়াজ্জেম এখনও বেচে আছেন কিন্তু তিনি বিপরীত ধারায় আছেন বলে মুখ খুলবেন না।
আরেকটি তথ্যগত ভুল হোল সমাবেশটি ১৮ তারিখে নয় ১১ তারিখে হুয়েছিল।