২৪ ডিসেম্বর ১৯৭১ঃ কর্নেল (অবঃ) ওসমানীর ঢাকা প্রত্যাবর্তন
কর্নেল (অবঃ) ওসমানী ১৬ ডিসেম্বর কুমিল্লা ও সিলেট সফর কালে দুর্ঘটনার পর ১৭ ডিসেম্বর সিলেট শহর পরিদর্শন দেশে কলকাতা ফিরে গিয়েছিলেন। অবশেষে মুজিব নগর সরকার প্রত্যাবর্তনের ২ দিন পর ভারত সরকারের দেয়া ডাকোটা বিমানে করে তিনি দেশে ফিরেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানান ডেপুটি কম্যান্ডার ইন চীফ একে খন্দকার, লেঃকঃ শফিউল্লাহ, মেজর সালেক, মেজর মইনুল এবং ভারতীয় বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বাংলাদেশ বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। বাংলাদেশ সরকার প্রদত্ত একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ীতে করে তিনি বিমান বন্দর ত্যাগ করেন। বিমানবন্দরে তিনি দেশী বিদেশী সাংবাদিকদের সাথে কথা বলেন। রেডিও বাংলাদেশ তার এসব কথা বার্তার একটি ভাষ্য প্রচার করে। আগমনের পর তাকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল।
নোটঃ একজন বিজয়ী সেনা অধিনায়কের স্ট্যাটাস ধরে রাখতে হয় তাই তিনি করেছিলেন। জেনেভা কনভেনশনকে লঙ্ঘন করে একজন আঞ্চলিক কম্যান্ডারের সাথে যৌথ ভাবে তিনি আত্মসমর্পণ দলিলে সই করতে পারেন না। আর যদি তাই করতেন ১৭ ডিসেম্বরের পর কিছু ঘটনাবলীর দায় বাংলাদেশ সরকারের উপর বর্তাতো এবং আন্তজার্তিক সমস্যার মুখোমুখি হত। মনে রাখা উচিত উনি সেনা বাহিনীর ডিডিএমও ছিলেন। তাই যুদ্ধ পরবর্তী শিষ্টাচার কি হবে তা তিনি ভাল করেই জানতেন।