You dont have javascript enabled! Please enable it! আমি সিরাজুল আলম খান বলছি এর ভুলগুলি-২ - সংগ্রামের নোটবুক

আমি সিরাজুল আলম খান বলছি এর ভুলগুলি-২

সিরাজুল আলম খান ছাত্রলীগের সাধারন সম্পাদক হন ৬ নভেম্বর ১৯৬৩ সালে তার কমিটির সভাপতি হন কেএম ওবায়দুর রহমান। এ কমিটি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে দায়িত্ব পালন শুরু করেন ৭ নভেম্বর থেকে। ছবিতে অবশ্য সিরাজুল আলম খানকে দেখা যায়নি। এ সময় কালটা হয় ৬৩-৬৪ সাল। রাজ্জাকের সাক্ষাৎ অনুযায়ী জগন্নাথ কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র কাজী আরেফ আহমেদের সাথে তাদের পরিচয় ৬৪ সালে। শামসুদ্দিন পেয়ারার বর্ণীত ভুমিকা তাই সত্য নয়।