You dont have javascript enabled! Please enable it! 1971.07.10 | পূর্ব পাকিস্তানে সামরিক শক্তি প্রয়োগের জন্য জয় প্রকাশ নারায়ন এবং বাজপেয়ী এর আবেদন - সংগ্রামের নোটবুক

১০ জুলাই ১৯৭১ঃ পূর্ব পাকিস্তানে সামরিক শক্তি প্রয়োগের জন্য জয় প্রকাশ নারায়ন এবং বাজপেয়ী এর আবেদন।

প্রখ্যাত ভারতীয় রাজনীতিবিদ জয় প্রকাশ নারায়ন লন্ডন টাইমসের সাথে সাক্ষাৎ কারে পূর্ব পাকিস্তানে সামরিক শক্তি প্রয়োগের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তা ছাড়াও তিনি মুক্তি বাহিনীকে অস্র সরবরাহের আবেদনও জানিয়েছেন। ভারত সরকারের ভ্রাম্যমাণ দুত হিসেবে ১৭ টি দেশ সফর করে তিনি দেশে ফিরেছেন। তিনি বলেন হস্তক্ষেপ করার উপযুক্ত সময় নির্ধারণ করবেন ইন্দিরা গান্ধী। হিন্দু জাতীয়তাবাদী নেতা ও জনসংঘ নেতা অটল বিহারী বাজপেয়ী উদয় পুরে তার দলের কাউন্সিল অধিবেশনে অনুরূপ বক্তব্য দিয়েছেন। তিনি বলেন দাবীর পক্ষে তারা ১ আগস্ট থেকে ১০ দিনের আন্দোলনে নামবেন। তিনি বলেন আমরা ২০ লাখ লোককে সংগঠিত করেছি পার্লামেন্ট ভবন ঘেরাও এর জন্য যদি ইন্দিরা গান্ধী বাংলাদেশের প্রবাসী সরকারকে এর মধ্যে স্বীকৃতি না দেয়।