১০ জুলাই ১৯৭১ঃ নিয়াজীর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম সফর
পূর্বাঞ্চলের পাকিস্তানি কমান্ডার লেঃ জেনারেল এ.এম.কে. নিয়াজী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাক সেনাবাহিনীর অবস্থানসমূহ পরিদর্শন করেন। নিয়াজি চট্টগ্রাম পৌছলে সেনা বাহিনী ও নৌ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে স্থানীয় কম্যান্ডারকে সাথে নিয়ে তিনি কাপ্তাই, রাঙ্গামাটি, দোহাজারি পরিদর্শনে যান। সেখানকার সামরিক কর্মকর্তা ও স্থানীয় শান্তি কমিটির সদস্য গন নিয়াজীকে জানান চট্টগ্রামে দুস্কৃতকারীদের চলাচলের সকল স্থল ও নৌপথ বন্ধ করে দেয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম থেকে দুস্কৃতকারীদের সম্পূর্ণরূপে তাড়িয়ে দেয়া হয়েছে। রাঙ্গামাটিতে নিয়াজিকে জানানো হয় উপজাতীয় স্থানীয়রা তাদের সাহায্য করছে। কোন কোন স্থানে তারা বিপুল অস্র আটক করছে। নিয়াজির সফরকালে চাকমা রাজা ত্রিদিভ রায় রাঙ্গামাটি উপস্থিত ছিলেন। নিয়াজি কাপ্তাই বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন। তিনি সেখানকার নিরাপত্তা বেবস্থার পরিকল্পনা অবহিত হন।