রাজ্জাক বনাম সিরাজুল
একটিভ নিউক্লিয়াসরা স্বেচ্ছাসেবক বাহিনীতেই গিয়েছে। স্বেচ্ছাসেবক বাহিনী থেকেই জয়বাংলা বাহিনী। এদের থেকেই মুজিব বাহিনী এবং মুক্তিযোদ্ধা হয়েছে। আগা গোড়াই এর প্রধান আব্দুর রাজ্জাক। সিরাজুল আলম খান বা আসম রব আওয়ামী স্বেচ্ছাসেবক বা জয়বাংলা বাহিনীর প্রধান ছিলেন এমন কোন পেপার কাটিং দিতে পারবেন যাতে তা প্রমান হয়। ছবি ১৩ মার্চ ১৯৭২ বাহিনীর গৌরবময় পুনর্মিলনী ও সন্মাননা বিতরন উৎসবের।