You dont have javascript enabled! Please enable it! 1971.07.04 | কানাডা সংসদীয় প্রতিনিধি দলের ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ  - সংগ্রামের নোটবুক

৪ জুলাই ১৯৭১ঃ কানাডা সংসদীয় প্রতিনিধি দলের ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ 

ভারতে পূর্ব পাকিস্তানের শরণার্থী পরিস্থিতি দেখতে এবং সে দেশের সরকার এ পরিস্থিতিতে কি ধরনের এবং কি পরিমান সাহায্য সহযোগিতা করতে পারে তা যাচাই করতে ভারতে কানাডার একটি সংসদীয় প্রতিনিধিদল ৩ দিনের সফরে এসেছে। সংসদীয় প্রতিনিধি দলটি ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করেছেন। তারা শরণার্থী শিবির পরিদর্শন ছাড়াও সরকারী কর্মকর্তা এবং সেখানে কর্মরত বিভিন্ন বিদেশী ও আন্তজার্তিক সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। এ দলে আছেন জর্জেস লা চান্স, হেলথ নেলসন মাই কোয়েরি, এন্দ্রু ব্রেউইন। প্রতিনিধি দলটি ভারত সফর শেষে পাকিস্তানের উভয় অংশেই সফর করবেন।