৪ জুলাই ১৯৭১ঃ পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সংহতির প্রতি সিরিয়ার সমর্থন
সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আল আসাদ পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সংহতির প্রতি তার দেশের সমর্থন পুনঃবেক্ত করেছেন। তিনি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যে কোন দেশের হস্তক্ষেপের ঘোর বিরোধী। তিনি বলেন রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উন্নয়নশীল দেশ সমুহে সাহায্য দান করা উচিত নহে। পাকিস্তানকে সাহায্য দানে বাধা সৃষ্টিকারীদের বুঝানোর জন্য সিরিয়া দায়িত্ব গ্রহন করবে।
নোটঃ আসাদ ৩ মাস আগে সিরিয়ার ক্ষমতায় আসীন হন।