৩ জুলাই ১৯৭১ঃ লন্ডন বাংলাদেশ আন্দোলনের ২য় ঘাটি- পূর্বদেশ লন্ডন প্রতিনিধি
কলকাতার পর লন্ডন হচ্ছে বাংলাদেশ আন্দোলনের২য় ঘাটি। বেশ কিছু সংখ্যক জালিয়াতবাজ এখানে ইন্দো ব্রিটিশ অর্থানুকূল্যে চক্রান্ত মুলক জঘন্য কাজ করে যাচ্ছে। এ দলের নেতা হচ্ছেন পূর্ব পাকিস্তানের একজন বিচারপতি আবু সাইদ চৌধুরী। এ সকল জালিয়াতবাজরা বাংলাদেশের নামে এখন মোটা অঙ্কের টাকা কামাচ্ছে। এদল বারক্লেজ ব্যাংকে একটি একাউনটও খুলেছে। এদের উদ্দেশ্য হল কোন কারনে বাংলাদেশ আন্দোলনের মৃত্যু ঘটে তবে কলকাতা থেকে এখানে এসে এ অর্থ দিয়ে সুখে দিন কাটাবে। এ দলের মধ্যে বিচারপতি আবু সাইদ চৌধুরীই ধনী। তার নিজস্ব একাউন্তেও প্রচুর টাকা জমা হয়েছে। পশ্চিম বঙ্গে শ্রমিক দলীয় প্রতিনিধিদলটি প্রেরনের পিছনেও মুল বেক্তি ছিলেন এই বিচারপতি আবু সাইদ চৌধুরী। তার ভাষণ ইতিমধ্যেই মিথ্যা প্রমান হয়েছে।