২ জুলাই ১৯৭১ঃ জামাত সাধারন সম্পাদক খালেকের বিবৃতি
পূর্ব পাকিস্তান জামাতে ইসলামী সাধারন সম্পাদক আব্দুল খালেক ব্রাহ্মণবাড়িয়ার আখাউরায় স্থানীয় শান্তি কমিটি আয়োজিত এক জনসভায় বলেছেন দুষ্কৃতিকারীদের অব্যাহত আক্রমন মোকাবেলায় গ্রামে গ্রামে দেশপ্রেমিকদের নিয়ে রক্ষীদল গঠনের জন্য জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন ৬৫ এর যুদ্ধে ভারত পরাজয় বরণের পর এখন পাকিস্তানকে দুর্বল করার জন্য তার এজেন্টদের দিয়ে দেশের একাংশ পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার পরোক্ষ পদ্ধতি অবলম্বন করছে। তিনি বলেন পূর্ব পাকিস্তানের জনগন স্বায়ত্তশাসনের আশায়ই আওয়ামী লীগকে ভোট দিয়েছিল দেশকে বিচ্ছিন্ন করার জন্য নয়। তিনি জনগনের উদ্দেশে বলেন আপনারা কি দেশকে বিচ্ছিন্ন করার জন্য ভোট দিয়েছিলেন সমবেত জনতা না না বলে উত্তর দেয়। সভায় সভাপতিত্ব করেন মহকুমা শান্তি কমিটি আহ্বায়ক অধ্যাপক হাবিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন মজিবুর রহমান,এ আর মোল্লা, পিয়ারা মিয়া, আব্দুল্লাহ ভুইয়া।