২ জুলাই ১৯৭১ঃ ২ কংগ্রেস ম্যান মার্কিন কংগ্রেসে পাকিস্তানে মার্কিন অস্র সরবরাহ বন্ধের প্রস্তাব উত্থাপন করবে।
মেরিল্যান্ডের কংগ্রেসম্যান চার্লস এথিয়ান এবং ম্যাসাচুসেটস কংগ্রেসম্যান ব্যাডফোর্ড মোর্সে ঘোষণা করেছেন পাকিস্তানে যাতে আর কোন অস্র সরবরাহ না করা হয় সে জন্য তারা যুক্তরাষ্ট্রের উভয় পরিষদে (সিনেট ও প্রতিনিধি পরিষদ) পাকিস্তানে মার্কিন অস্র সরবরাহ বন্ধের প্রস্তাব উত্থাপন করবে। যৌথ বিবৃতিতে বহাল অস্র চুক্তির বাতিলের জন্যও তারা সরকারের কাছে দাবী জানাবে। সাম্প্রতিক কয়েক জাহাজ অস্র পাকিস্তানে প্রেরনের ফলে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের টানা পোড়েন চলছে।