কাঁকড়াবন শরণার্থী শিবিরে দুর্নীতি
উদয়পুর॥ উদয়পুরে সরকারি কর্তৃপক্ষ কাঁকড়াবন গাঁওসভার প্রধানের উপর ৪ হাজার শরণার্থীদের ভার দিয়াছে। তিনি নিজের ইচ্ছামতাে শিবিরে লােক নিয়ােগ করেন, অন্যান্য গাওসভার সদস্যদের সাথে কোনাে ব্যাপারেই আললাচনা করার প্রয়ােজন মনে করেন না। শরণার্থীরা সরকারি বরাদ্দ অনুযায়ী রেশন বা অন্যান্য জিনিসপত্র পাচ্ছেন না। পানীয়-জল ও ওষুধপত্রের ব্যবস্থা নেই। প্রধান মহাশয়ের স্ত্রী যিনি একটি ইংরেজি শব্দ উচ্চারণ করতে পারেন না তাকেও চাকরি দেওয়া হয়েছে। এলাকার জনসাধারণ সরকারি কর্তৃপক্ষের নিকট অনেক দরখাস্ত করেও কোনাে প্রতিকার পান নাই।
সূত্র: দেশের ডাক
০২ জুলাই, ১৯৭১
১৭ আষাঢ়, ১৩৭৮