You dont have javascript enabled! Please enable it! 1971.06.25 | বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার সময় এখনো আসেনি- ইন্দিরা গান্ধী  - সংগ্রামের নোটবুক

২৫ জুন ১৯৭১ঃ বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার সময় এখনো আসেনি- ইন্দিরা গান্ধী 

ভারতের প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছেন বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার সময় এখনো আসেনি এখন স্বীকৃতি দিলে দেশটির কোন কাজে আসবে না তিনি আশা করছেন আন্তজার্তিক চাপেই একটি রাজনৈতিক সমাধান হোক। তিনি বলেন শুরুর দিকে বিপুল সংখ্যক মুসলিম শরণার্থীর আগমন ঘটলেও এখন উভয় ধর্মের শরণার্থীরাই আসছে। তিনি বলেন তার দেশ মানবিক দিক বিবেচনা করেই ষাট লাখ শরণার্থীর দেখাশুনা করছে। তারা কয়েকমাসের মধ্যেই তাদের মাতৃভূমিতে ফিরে যাবে আর এজন্ন পরিবেশ সৃষ্টি করতে হবে। তাদের স্থায়ী ভাবেও রাখা হবে না এবং কসাইয়ের কাছেও ফেরত পাঠানো হবেনা। তিনি বলেন পাকিস্তানের পূর্ব পাকিস্তানেই শুধু পরিস্থিতি খারাপ নয় খারাপ পশ্চিম পাকিস্তানেও। তিনি আশা করেছিলেন নির্বাচনে শেখ মুজিবের বিজয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন হবে কিন্তু সে আশা গুরে বালি। তিনি বলেন শেখ মুজিবের ৬ দফা দেশের সং হতি বিরোধী হলে কেন তাকে ৬ দফা প্রচারের সুযোগ দেয়া হল কেন তা নির্বাচনের আগেই নিষিদ্ধ করা হয়নি।