You dont have javascript enabled! Please enable it! 1971.06.24 | বরিশালে শান্তি কমিটি তৎপরতা - সংগ্রামের নোটবুক

২৪ জুন ১৯৭১ঃ বরিশালে শান্তি কমিটি তৎপরতা

হিজলাঃ হিজলায় স্থানীয় অধ্যক্ষ মৌলবি নুর বখস এর সভাপতিত্তে অনুষ্ঠিত সভায় বক্তারা আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য জনগনের প্রতি আহবান জানান। জাতীয় ঐক্য ও সংহতি রক্ষায় সময়োচিত পদক্ষেপ গ্রহন করার জন্য সেনাবাহিনীর প্রশংসা করা হয়। সভায় বক্তারা ভারতের জঘন্য তৎপরতার নিন্দা করেন। সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল মহকুমা শান্তি কমিটি সভাপতি আবুল হোসেন সাধারন সম্পাদক এমএ খালেক ও অধ্যাপক মহিউদ্দিন। এ ছাড়াও মেমানিয়া ইউনিয়নে আরেকটি জনসভা অনুষ্ঠিত হয়। এ সভায় বিভিন্নমুখী কাজের জন্য ইয়াহিয়ার প্রশংসা করা হয়।  বরিশাল সদরঃ নতুন বাজারে সাবেক এমএনএ শাহ নজিবুল হক এর সভাপতিত্তে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা শান্তি কমিটি সভাপতি এমএ রব এবং মতিয়ার রহমান।