২৪ জুন ১৯৭১ঃ সৈয়দ বদরুজজামান (এস.বি জামান) বলেন
পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের ময়মনসিংহের বাজিতপুর হতে নির্বাচিত আওয়ামী লীগ ত্যাগ করা সদস্য এস.বি জামান ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে বলেন জনগন আওয়ামী লীগের ভারতিয় ষড়যন্ত্র যদি জানতো তাহলে তাদের ভোট দিত না। তিনি বলেন আওয়ামী লীগের বেশীর ভাগ নেতা কর্মীরা আওয়ামী লীগের এই ষড়যন্ত্র জানত না। আওয়ামী লীগের ৬ দফা প্রদেশকে অর্থনৈতিক ক্ষেত্রে বঞ্চিত করার বিরুদ্ধে ছিল, প্রদেশকে স্বাধীন করার জন্য নয়। বিদ্রোহ দমনে পাক সেনাবাহিনীর ভুয়সী প্রশংসা করে এ জন্য আরো শান্তি কমিটি ও ভিজিলেন্স কমিটি গঠন করার সুপারিশ করেন।