২৪ জুন ১৯৭১ঃ আগরতলায় জগজীবন রাম
ভারতের প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম আগরতলার শিশু পার্ক ময়দানে এক জনসভায় বলেন পাকিস্তানের সেনাবাহিনী থেকে প্রান বাচাতে যে লক্ষ লক্ষ শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছেন তারা ইয়াহিয়া খানের পূর্ব পাকিস্তানে ফিরে যাবে না তারা শেখ মুজিবের বাংলাদেশে স্বাধীন পতাকা উড়িয়েই ফিরে যাবে। তিনি শেখ মুজিবের লক্ষ লক্ষ অনুসারী মুক্তিযোদ্ধা রাজনৈতিক কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন সারা বিশ্ব তাদের দিকে তাকিয়ে আছে। তিনি আমেরিকার সাম্প্রতিক যুদ্ধাস্র পাকিস্তানে চালানের নিন্দা করে বলেন এসব অস্র কি গনতন্ত্র রক্ষার জন্য ব্যাবহার করা হচ্ছে। বাংলাদেশের ঘটনার মত ঘটনা সারা বিশ্ব এ ২য় উদাহরন আর নেই। পাকিস্তানের বুদ্ধি পরিপক্ক হয়নি তারা শিশু তাই তাদের ছাড় দেয়া হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন ভারতের শান্তি যদি বিঘ্নিত হয় ভারত পাকিস্তানকে কোন ছাড় দিবে না। ভারত এখন সীমান্ত থেকে শরণার্থীদের দেশের অভ্যন্তরে স্থানান্তর করছে।