১৯ জুন ১৯৭১ঃ ক্রিকেট ব্যাটে স্বাক্ষরে আফতাব গুলের অসম্মতি
এজবাস্তনে প্রথম টেস্ট শুরুর আগে ক্রিকেটার আফতাব গুল গিয়েছিলেন এক ইন্ডিয়ান রেস্টুরেন্ট এ খেতে। তার সাথে নাজির ও সাইদ নামে আরও দু ক্রিকেটার ছিল। কিন্তু হোটেল মালিক ছিল বাঙ্গালী। তিনি তাদের কাছে খাবার বিক্রয়ে অসম্মত হন। এতে গুলের মাথা গরম হয়ে যায়। এর জের পরে অন্য জায়গায়। ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফাম ইংলিশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় আগেই সিদ্ধান্ত নিয়েছিল তারা এ সফরের ইংল্যান্ড ও পাকিস্তানী ক্রিকেটারের স্বাক্ষর সম্বলিত ৫ টি ব্যাট নিলামে তুলবে। অক্সফাম এ নিলামের টাকা পূর্ব পাকিস্তানের ঘূর্ণি দুর্গতদের/ শরণার্থীদের সাহায্যে ব্যায় করার কথা ছিল। গুল ক্রিকেট জীবনে প্রবেশের আগে বামপন্থী ছাত্রনেতা ছিলেন। প্রথম দফায় বেশ কয়েকজন ক্রিকেটার সে ব্যাটে সই করেনি। ইংলিশ ক্রিকেটার শেফার্ড বয়কটের হুমকি দিলে এবং ক্যাপ্টেন ইন্তেখাব আলমের ধমকে গুল ছাড়া অবশিষ্ট খেলোয়াড়রা ব্যাটে সই করে। ম্যানেজার মাসুদ সালাউদ্দিন পরে সাংবাদিকদের জানান ব্যাটে সই না করা খেলোয়াড়দের ব্যাক্তিগত বিষয় এবং এ ব্যাপারে কাউকে বাধ্য করা যায় না। গুল পরে সাংবাদিকদের বলেছিলেন এ বাবদ সংগৃহীত অর্থ কলেরা আক্রান্তদের কাছে না যেয়ে শেষ পর্যন্ত বিচ্ছিন্নতাবাদীদের হাতে যাবে। আফতাব গুল ব্যাটে সই না করায় ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রনালয় বিরক্ত হয়ে বিষয়টি পাকিস্তান সরকারকে জানায়। পাকিস্তান সরকারের হস্তক্ষেপে সবার শেষে আফতাব গুল ব্যাটে সই করেছিলেন।