১৮ জুন ১৯৭১ঃ ইয়াহিয়া খানের সাথে আখতার সোলায়মানের সাক্ষাত
আখতার সোলায়মান প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে রাওয়ালপিন্ডিতে সাক্ষাতের পর পিপিআই সাংবাদিককে বলেন নয়া রাজনৈতিক দল গড়ার কোন ইচ্ছা তার নেই। তার বর্তমান ইচ্ছা হল আত্মগোপনকৃত সকল আওয়ামী লীগ এমপিকে প্রকাশ্য আসা উচিত। রাষ্ট্রীয় বিষয়াদিতে অংশ নেয়া শুরু করুক। জনগনের আস্থা পুনঃ প্রতিষ্ঠায় প্রশাসনকে সাহায্য করুক। তিনি বলেন কয়েকজন এমএনএ এমপিএ তার সাথে সাক্ষাৎ করে পাকিস্তানের সংহতি ও অখণ্ডতার প্রতি বিশ্বাস স্থাপন করায় তিনি খুব খুশী। অনেকেই ভারত থেকে তার কাছে পত্র লিখে দেশে ফিরতে ইচ্ছুক বলে জানিয়েছে। তিনি জানান এ সকল এমএনএ এমপিএদের দেশে ফিরতে ভারত বাধা দিচ্ছে। তিনি বলেন তার মিশন নিয়ে তিনি খুব আশাবাদী। নির্বাচনের আগে শেখ মুজিব কোন বিচ্ছিন্নতাবাদী দাবী বা ইচ্ছা প্রকাশ করেননি কিন্তু নির্বাচনের পরপরই তিনি বদলে গেলেন। তিনি দেশের উভয় অংশে একসাথে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব করেন।