৮ মার্চ ১৯৭০ঃ পাবনার জনসভায় অবিলম্বে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ শেষ করার দাবী জানিয়েছেন শেখ মুজিব।
নোটঃ ১৯৬১ সনে নেয়া ৪০ মেগাওয়াট রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি ১মবারের মত অর্থনৈতিক কাউন্সিলে অনুমোদন হয় ৬৩ সালে, ২য় বারের মত অর্থনৈতিক কাউন্সিলে অনুমোদন হয় ৬৬ সালে। তারপরও ৭০ সাল অবধি কাজই হয়নি। ৬৯ সালে নেয়া পশ্চিম পাকিস্তানের প্রকল্পটি ১৩২ মেগাওয়াট তখন অর্ধেক সম্পন্ন। পাকিস্তানে বর্তমানে ৫ টি পারমানবিক বিদ্যুৎ প্রকল্প। ৪০ মেগাওয়াট রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি বর্তমানে ২৪০০ মেগাওয়াটের। ৬৯ সালেও রুপপুর প্রকল্প শুরুর দাবী করেছিলেন শেখ মুজিব।