১৬ জুন ১৯৭১ঃ ভারতের মন্ত্রীদের সফরনামা
জাতিসংঘে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশে বাংলাদেশ সম্পর্কে ভারতের বক্তব্য তুলে ধরতে সরন সিং বলেন শুধু মাত্র মানবাধিকারের প্রশ্ন তুলে শরণার্থীদের মধ্যে ত্রান কাজ চালিয়ে পাক সরকারের অপরাধ ও এই সমস্যার মুল কারণকে ধামা চাপা দেয়া যাবে না। কেন্দ্রীয় শিল্পোন্নয়ন মন্ত্রী মইনুল হক রাশিয়া অষ্ট্রিয়া ইতালি সফর করে জানিয়েছেন এ দেশ তিনটি বাংলাদেশ সম্পর্কে একতরফা কোন সিদ্ধান্ত মেনে নেবে না। দক্ষিন পূর্ব এশিয়া সফররত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় কুয়ালালামপুর থেকে ব্যাংকক রওয়ানা হয়েছেন।