বিপজ্জনক চট্টগ্রাম বন্দর
নিজস্ব প্রতিনিধি
আগরতলা, ৩০শে জুন-বাঙলাদেশের চট্টগ্রাম বন্দর এখন সম্পূর্ণ অচল হয়ে আছে। বাঙালী শ্রমিক ও যন্ত্রকুশলীদের অসহযােগিতার ফলে জেটিতে বড় বড় ক্রেনগুলি এখন অচল। কয়েকটি সমুদ্রগামী বিদেশী বড় জাহাজও নিষ্ক্রিয় হয়ে আছে। বিদেশী জাহাজ কোম্পানী এবং তাদের এজেন্টরা এখন বাঙলাদেশে যেতে অনিচ্ছা প্রকাশ করে। সম্প্রতি তিনটি খাদ্যশস্যবাহী জাহাজকে চালনার দিকে এবং পরে অজ্ঞাত স্থানে পাঠানাে হয়।
বিদেশী জাহাজের ক্যাপ্টেনরা চট্টগ্রাম ও চালনা বন্দরকে বিপজ্জনক বন্দর এলাকা বলে অভিহিত করেছেন। গ্রীক জাহাজের একজন ক্যাপ্টেন পাক নৌ-বাহিনীর ওপর খুবই ক্ষুব্ধ। অসামরিক বন্দর থেকে এই ধরনের অবাঞ্ছিতদের সরিয়ে নেবার জন্য তিনি বন্দর কর্তৃপক্ষকে অনুরােধ জানান।
Reference:
১ জুলাই ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা