১২ জুন ১৯৭১ঃ রাওয়ালপিন্ডিতে খাজা খয়ের উদ্দিন
পূর্ব পাকিস্তান কাউন্সিল মুসলিম লীগের সভাপতি খাজা খয়ের উদ্দিন করাচী যাত্রার প্রাক্কালে রাওয়ালপিন্ডিতে বলেছেন মুসলিম লীগের তিন অংশকে একত্রিত করে শক্তিশালী নিখিল পাকিস্তান মুসলিম লীগ গড়ে তোলার আবশ্যকতা রয়েছে। তিনি বলেন পাকিস্তান ও মুসলিম লীগ সমার্থক শব্দ। পাকিস্তান তার ইতিহাসের সংকটময় সময় পার করছে তা আমাদের উপলব্দি করতে হবে। তিনি দেশের দুই অংশে একসাথে খমতা হস্তান্তরের পক্ষে অভিমত ব্যাক্ত করেন। আসন্ন শাসনতন্ত্রে প্রাদেশিকতা আঞ্চলিকতা অবশ্যই দূর করতে হবে। যতদিন এরুপ মনোবৃত্তি থাকবে তা পাকিস্তান জাতীয়তাবাদকে খতম করে দিবে। তিনি বলেন ভারত ৩০০০০ অনুপ্রবেশকারীকে প্রশিক্ষন দিচ্ছে এবং তারা পূর্ব পাকিস্তানে প্রবেশের অপেক্ষায় আছে কিন্তু আমাদের দেশপ্রেমিক জনতা তাদের নির্মূল করা উদ্দেশে গ্রহন ও মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে আছেন। তিনি দেশের শিক্ষা বেবস্থার মৌলিক পরিবর্তন আনার জন্য সরকারের প্রতি আহবান জানান।