You dont have javascript enabled! Please enable it!

১২ জুন ১৯৭১ঃ মইনুল পাকিস্তান সংবাদপত্র সমিতির সাধারন সম্পাদক নির্বাচিত 

পাকিস্তান সংবাদপত্র সমিতির এক বৈঠকে ইত্তেফাক সম্পাদক মইনুল হোসেন পাকিস্তান সংবাদপত্র সমিতির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। সমিতির অপর সদস্যরা হলেন সভাপতি মাহমুদ হারুন ডন করাচী ইংরেজি , সহ সভাপতি নাসিম চুগতিয়া মর্নিং নিউজ ইংরেজি ঢাকা, সহ সভাপতি শামিম আহমেদ রিজভি পাকিস্তান টাইমস ইংরেজি লাহোর, যুগ্ন সম্পাদক কাজী সাইদ আকবর ইব্বাত উর্দু হায়দ্রাবাদ সিন্ধ, কোষাধেক্ষ এস এ রউফ নাওয়ায় ওয়াক্ত উর্দু লাহোর