You dont have javascript enabled! Please enable it! 1971.06.11 | ফরিদপুরে শান্তি কমিটির বৈঠক  - সংগ্রামের নোটবুক

১১ জুন ১৯৭১ঃ ফরিদপুরে শান্তি কমিটির বৈঠক 

ফরিদপুরে আজাদ ময়দানে শান্তি কমিটির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শান্তি কমিটি আহ্বায়ক আফজাল হোসেন সেনাবাহিনীর হস্তক্ষেপের ভুমিকা ব্যাখ্যা করেন। সভায় বক্তারা পূর্ব পাকিস্তানে নির্লজ্জ হস্তক্ষেপ, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঘৃণ্য প্রচারনা ও প্রদেশের অভ্যন্তরে অনুপ্রবেশকারী পাঠানোর তীব্র নিন্দা করেন।  মওলানা আব্দুল আলীর সভাপতিত্তে অনুষ্ঠিত এ সভায় আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ খলিল মিয়া, এআর বাকাউল, এএইচএম মহিউদ্দিন বক্তব্য প্রদান করেন। বক্তারা প্রদেশের অর্থনীতি পুনর্গঠনে কঠোর পরিশ্রম করার জন্য এবং শান্তি ও স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য সমাজ বিরোধী ও বিচ্ছিন্নতাবাদীদের প্রতিরোধ করার জন্য জনগনের প্রতি আহবান জানান। সভায় সভাপতিত্ব করেন মোল্লা আব্দুল আলী।  জেলা শান্তি কমিটির উদ্যোগে জেলার খানখানাপুর, কামারখালী ও মধুখালিতেও জনসভা অনুষ্ঠিত হয়। কামারখালী ও মধুখালির সভায় উপরোক্ত নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।  রাজবাড়ীর খানখানাপুরের জনসভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ খলিল মিয়া এবং বক্তব্য রাখেন অধ্যাপক শাহজাহান চৌধুরী এবং ওবায়দুল্লাহ