You dont have javascript enabled! Please enable it! 1971.06.11 | কাউন্সিল মুসলিম লীগের সভাপতি ও সহ-সভাপতির ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ - সংগ্রামের নোটবুক

১১ জুন ১৯৭১ঃ কাউন্সিল মুসলিম লীগের সভাপতি ও সহ-সভাপতির ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ । 
পূর্ব পাকিস্তান কাউন্সিল মুসলিম লীগের সভাপতি খাজা খয়ের উদ্দিন ও পাকিস্তান কাউন্সিল মুসলিম লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন। পরে তারা জানান প্রেসিডেন্ট পূর্ব পাকিস্তানের পরিস্থিতিতে সম্পূর্ণ সজাগ আছেন। তারা বলেন পূর্ব পাকিস্তানের পুনর্গঠন ও উন্নয়নের ব্যাপারে প্রেসিডেন্ট দৃঢ় প্রতিজ্ঞ। কেন্দ্রীয় শান্তি কমিটির নেতা কাউন্সিল মুসলিম লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম প্রদেশের সাম্প্রতিক ঘটনাবলীর ব্যাপারে প্রেসিডেন্টের হস্তক্ষেপের জন্য তাকে অভিনন্দন জানান এবং তাকে আশ্বাস দেন যে এক পাকিস্তান ও মুসলিম জাতি আদর্শের প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে।