৬ জুন ১৯৭১ঃ শরণার্থীদের জন্য ব্রিটিশ সাহায্য
ব্রিটিশ সরকার ভারতে আশ্রয় গ্রহণকারী বাঙ্গালী শরণার্থীদের জন্য ১০ লক্ষ পাউনড সাহায্য মঞ্জুর করেছে। এদিন বিবিসি এ সাহায্যকে অপ্রতুল বলে বিশেষ সংবাদ ভাষ্য প্রচার করে। বৈদেশিক সাহায্য মন্ত্রী রিচারড উড বলেন তাড়াহুড়া করে তারা এ সাহায্য মঞ্জুর করেছে। এর বাহিরে তারা খাদ্য শস্য ত্রান হিসেবে পাঠাবেন। তখন এর অর্থ মান দাঁড়াবে বিশ লাখ পাউনড। উড আরও বলেন প্রধান মন্ত্রী এডওয়ার্ড হিথ ইয়াহিয়াকে অবিলম্বে রাজনৈতিক ভাবে পূর্ব পাকিস্তান সমস্যা মিটিয়ে ফেলার অনুরোধ সম্বলিত পত্র প্রেরন করেছেন।