You dont have javascript enabled! Please enable it!

২ জুন ১৯৭১ঃ পাকিস্তান ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচে বাঙ্গালী দর্শকদের গ্যালারীতে বিক্ষোভ এজবাসটনে অনুষ্ঠিত পাকিস্তান ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচে ২০০ বাঙ্গালী দর্শক গ্যালারীতে বিক্ষোভ করে। তারা মাঠে কম দামী বল ছুড়ে দিয়ে খেলায় বিঘ্ন সৃষ্টি করে। চরম বাঙ্গালী বিদ্বেষী এবং এনএসএফ/ ডিএসএফ/ পিএসএফ এর সাবেক ছাত্রনেতা আফতাব গুল ইংলিশ বোলার ওয়ার্ডের ৩য় বলে হেলমেট ছাড়া আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে গমন করেন।