চট্টগ্রামের গেরিলা যুদ্ধসমূহ
১৯৭১ সালের জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই চট্টগ্রামে গেরিলা যুদ্ধ শুরু হয়ে যায়- এ তথ্য এ গ্রন্থের দলিলপত্র খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে সন্নিবেশিত দলিল দ্বারা প্রমাণিত (দলিল নম্বর ২০২ ও ২০৬)। প্রকল্পের তথ্যানুসন্ধানে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে জেলার উত্তর থেকে দক্ষিণে থানাভিত্তিক প্রাথমিকভাবে ছােটো-বড়াে মােট ১৭০টি গেরিলা যুদ্ধ চিহ্নিত করা হয়। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ১৩০টি গেরিলা অপারেশন লিপিবদ্ধ, সম্পাদিত এবং এ গ্রন্থে মুদ্রিত হয়েছে। এর মধ্যে ৫৩টি গেরিলা যুদ্ধের বিবরণ ও বিশ্লেষণের সাথে চাক্ষুষ নকশা প্রদত্ত। উল্লেখ্য, প্রাপ্ত তথ্য উপাত্ত, নন-দস্তাবেজ ও মুক্তিযােদ্ধাদের সাক্ষাক্তারের ওপর ভিত্তি করে ঐ গেল যুদ্ধকে যুদ্ধবিদ্যার নিরিখে প্রস্তুত, উপস্থাপন ও বিশ্লেষণ করা হয়েছে এ পদ্ধতি এ অঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাস রচনায় পূর্বে কখনাে ব্যবহৃত সংশ্লিষ্ট অপারেশনের উদ্দেশ্য, প্রাথমিক পরিকল্পনা, পর্যবেক্ষণ বা রেকি, পূর্ণাঙ্গ পরিকল্পনা, যােদ্ধা দল গঠন, অপারেশন পরিকল্পনার বাস্তবায়ন এবং এর সাফল্য ও ব্যর্থতা যথাসম্ভব বিস্তারিত মূল্যায়ন করা হয়েছে। তা ছাড়া প্রায় প্রতিটি অপারেশনের শেষে তথ্যসূত্রসহ সম্পাদকের টীকা সংযােজন করা হয়েছে। এ টীকায় আলােচিত অপারেশন সম্পর্কিত সম্ভাব্য সব সূত্রের উল্লেখ করার প্রচেষ্টা গৃহীত। এতে গেরিলা যুদ্ধের বিবরণ কেবল সাক্ষাঙ্কারমূলক হয় নি। বরং এগুলাে নতুনত্ব সম্পন্ন ও যথার্থ হয়ে উঠেছে।
সূত্রঃ মুক্তিযুদ্ধে সামরিক অভিযান – প্রথম খন্ড