বাঙলাদেশে ব্যাপক অবাঙ্গালী হত্যার মিথ্যা অভিযোেগ প্রচার
ইয়াহিয়ার কুৎসার জবাবে ড. এ আর মল্লিক
পাটনা, ৭ জুলাই -চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. এ আর মল্লিক বলেছেন, বাঙলাদেশে পাক সৈন্যদের বাঙালী নিধনের কারণ হিসেবে ইয়াহিয়ার অজুহাত একটি বিরাট মিথ্যা ও অসত্য প্রচার মাত্র। এক সাংবাদিক সম্মেলনে ডা. মল্লিক বলেন, ঐ অজুহাত দিয়ে আসলে বাঙলাদেশের ইয়াহিয়া বাহিনী কৃর্তক গণহত্যার ঘটনাই পাক রাষ্ট্রপতি স্বীকার করে নিয়েছেন। রিপাের্ট ইউ এন আই-র।
উল্লেখ্য যে, পাক সামরিক বাহিনী কর্তৃক ব্যাপক বাঙালী নিধনের কারণ হিসেবে ইয়াহিয়া বলেছেন যে, অবাঙ্গালীদের হত্যা করাই নাকি পাক সৈন্যরা বাঙালী হত্যায় মাতে। ড. মল্লিক বলেন, পাকিস্তানে গণতান্ত্রিক শাসন কাঠামাে স্থাপনের দাবীতে আওয়ামী লীগ ইয়াহিয়া সরকারের বিরুদ্ধে অহিংস অসহযােগ আন্দোলন শুরু করে। অবাঙালী হত্যার অভিযােগ মিথ্যা। আর তাছাড়া গ্রামাঞ্চলে অবাঙ্গালীরা থাকেন না, অথচ ইয়াহিয়া বাহিনী গ্রামের পর গ্রাম ধ্বংস করেছে এবং গ্রামাঞ্চলেই বেশি হত্যাকাণ্ড অনুষ্ঠিত করেছে।
ডা. মল্লিক আরও জানান যে, সেনাবাহিনীর অত্যাচার শুরুর পূর্বে বাঙলাদেশে জনগণের অসহযােগ আন্দোলন শান্তিপূর্ণ ছিল। পশ্চিম পাকিস্তানের হঠকারী জঙ্গী শাসকবর্গ বাঙলাদেশবাসীদের যুদ্ধের পথে নিয়ে গেছে।
বাঙলাদেশের ৯০ শতাংশ মুক্তিবাহিনীর দখলে। এ কথা ঘােষণা করে তিনি জানান, তবে ঐ অঞ্চলগুলিতে বেসামরিক মানুষের যথেষ্ট নিরাপত্তা না থাকায় বাঙলাদেশ সরকার এখনই ভারতে আগত শরণার্থীদের ফিরিয়ে নিতে পারছে না। সমস্ত পশ্চিম পাকিস্তানী হানাদারদের তাড়িয়ে দেওয়ার পরই শরণার্থীদের দেশে ফিরিয়ে নেয়া হবে।
সূত্র: কালান্তর, ৭.৭.১৯৭১