You dont have javascript enabled! Please enable it! 1971.06.04 | কর্নেলিয়াস গালাঘের - সংগ্রামের নোটবুক

৪ জুন ১৯৭১ঃ কর্নেলিয়াস গালাঘের

হাউজ অফ রিপ্রেজেনটিভ এর এশিয়া ও প্রশান্ত মহাসাগর বিষয়ক সাব কমিটি চেয়ারম্যান কর্নেলিয়াস গালাঘের বলেছে পাকিস্তানের সাথে সীমান্তে পাকিস্তানের চাপে যথেষ্ট ধৈর্য ধারন করছে। ডেমোক্রেট দলীয় এ কংগ্রেস ম্যান পশ্চিম বঙ্গের কতক শরণার্থী শিবির পরিদর্শন করে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। তিই বলেন যুক্তরাষ্ট্র এ সকল বিষয়ে ওয়াকিবহাল ও সজাগ দৃষ্টি রাখছে। তিনি বলেন কছু শরণার্থীর সাথে আলাপ করে আমি বুঝতে পেরেছি পাকিস্তানী সেনাবাহিনী সে দেশের বুদ্ধিজীবীদের নির্মূলের চেষ্টায় আছে। তিনি বলেন পূর্ব পাকিস্তানের সমস্যা অভ্যন্তরীণ নয় এটি আন্তজার্তিক এর চেয়েও বেশী। তিনি তার দেশের সরকারকে পাকিস্তান সেনাবাহিনির বিরুদ্ধে পদক্ষেপ নিতে লড়ে যাচ্ছেন। আর এটা করতে বেরথ হলে বাংলাদেশ ভিয়েতনামে পরিনত হবে। তিনি বলেন তিনি পূর্ব পাকিস্তানে পাকিস্তানের সাম্প্রদায়িক হিংসার ফলে হিন্দু উৎপাটন চলছে পাইকারি হারে। তিনি পাকিস্তানী সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন যুক্তরাষ্ট্র ৭০ এর সাইক্লোনের পর যে সকল নৌযান পাকিস্তানকে ত্রান কাজের জন্য দিয়েছিল সেগুলি তারা এখন বাঙ্গালীদের বিরুদ্ধে সামরিক কাজে বেবহার করে যাচ্ছে।