জুন ১৯৭০ঃ জামাতের নির্বাচনী তহবিল সংগ্রহ
জামাতে ইসলামী নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য শহরে শহরে নির্বাচনী সভা করে। এ সভা গুলোতে ধনী, ইসলামিক আদর্শের লোকদের দাওয়াত করা হতো। সেখানে পণ্য সামগ্রী বিক্রয় বা নিলাম করা হত। এতে বিশাল অঙ্কের অর্থ সংগ্রহ হত। গুজরানওয়ালাতে ১ লাখ রুপী (৯৫০০ পাউনড) সংগৃহীত হয়েছিল। ছবির সামগ্রী গুলো করাচীর সভায়।