আগস্ট ১৯৫৭ঃ সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ মুজিবুর রহমান
তিনি আওয়ামী লীগের ১২ জন এমএনএ এর একজন। আওয়ামী লীগ তখন রিপাবলিকান আওয়ামী লীগ কোয়ালিশন সরকারের অংশ। দলের তখন ৪ জন পূর্ণ মন্ত্রী ২ জন প্রতি মন্ত্রী। আগের অধিবেশনটি গিয়েছিল চরম বিশৃঙ্খলা পূর্ণ। সে অধিবেশনে হিন্দুদের যুক্ত নির্বাচন পৃথক নির্বাচন ইস্যুতে সংসদের ভিতরে মুসলিম লীগের কর্মীরা হামলা চালালে প্রধানমন্ত্রী সোহরাওয়ারদি আহত হয়েছিলেন।