২ জুন ১৯৭১ঃ পূর্ব পাকিস্তানে গণভোট চাই— ন্যাপ প্রধান ভাসানী
ন্যাশনাল আওয়ামী পার্টির প্রধান মওলানা আব্দুল হামিদ খান ভাসানী মুক্তাঞ্চলে স্থানীয় ও বিদেশী সাংবাদিকদের সাথে আলোচনাকালে বলেন, আমরা বাংলাদেশের ইস্যুর রাজনৈতিক মীমাংসার জন্য কোনো মধ্যস্থতা চাই না। হাজার হাজার নিরপরাধ ও নিরস্ত্র হত্যাকারীদের সাথে রাজনৈতিক মীমাংসার কোনো প্রশ্ন উঠতে পারে না। আমাদের প্রধান লক্ষ্য, পৃথক জাতি হিসেবে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হওয়া। এজন্য আমরা শেষ পর্যন্ত যুদ্ধ করবো। হয় আমরা বিজয় অর্জন করবো নতুবা মৃত্যুবরণ করবো। তিনি স্বাধীন বাংলাদেশ প্রশ্নে জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট অনুষ্ঠানের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানকে নির্দেশ দিতে জাতিসংঘ মহাসচিব উ থান্টের কাছে আবেদন জানান। শরণার্থীদের আশ্রয় ও খাদ্য দেয়ার জন্য তিনি ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের সাহায্যে এগিয়ে নাআসার জন্য তিনি সমাজতান্ত্রিক ও সাম্রাজ্যবাদী দেশ গুলির সমালোচনা করেন। পাকিস্তানকে চীনের সাহায্যকে অদ্ভুত রাজনীতি আখ্যায়িত করেন। তিনি বলেন তিনি চীন সফরে যাবেন না। চীনের দীর্ঘ দিনের বন্ধু ভাসানী বলেন একদিন চীন তার ভুল বুঝতে পারবে। এ মুহূর্তে তিনি যুদ্ধ পরিষদ বা জাতীয় সরকার গঠনের বিরোধী তবে তিনি সর্বদলীয় একশন কমিটি যুক্তিযুক্ত মনে করেন।