ঢাকার চতুর্দিকে পাক সৈন্য দলের সামরিক তৎপরতা বৃদ্ধি
অনিল ভট্টাচার্য
আগরতলা, ৮ই জুলাই-পূর্ববঙ্গের সামরিক শাসন কর্তৃপক্ষ ঢাকা বিমানঘাটি, ঢাকা ক্যান্টনমেন্ট এবং অস্ত্রাগারের কাছে স্থায়ীভাবে বিমানধ্বংসী কামান বসিয়েছে। এ ছাড়া মীরপুরের চিড়িয়াখানায় কুর্মিটোলার নবনির্মিত বিমানঘাঁটিতে এবং ঢাকা শহরের বৃহত্তম শিল্প এলাকাগুলিতেও বিমানধ্বংসী কামান বসানাে হয়েছে। সম্প্রতি ঢাকা থেকে আগত একজন দায়িত্বশীল ব্যক্তি এই সংবাদ দিয়েছেন। তিনি আরও বলেছেন যে, বহুস্থানে তারা বিশেষভাবে সুরক্ষিত বাঙ্কার তৈরী করেছে। ঐ বাঙ্কারগুলির উচ্চতা সাধারণ বাঙ্কার থেকে বেশী এবং উপর থেকে এগুলিকে বাড়ীর ছাদের মত মনে হয়। ঢাকার সঙ্গে যােগাযােগরক্ষাকারী অন্যান্য স্থানের যে রাস্তাগুলি আছে সেগুলির প্রত্যেকটির উপর অন্ততঃ তিনটি স্থানে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে।
তেজগাঁও স্টেশন থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত রেল লাইনের দুই দিকে বাঙ্কার তৈরী করা হয়েছে। গভর্ণর হাউস পাহারা দেবার জন্য মেশিনগানসহ যত সান্ত্রী আগে ছিল তার সংখ্যা এখন বাড়ানাে হয়েছে। আরও প্রকাশ পশ্চিম পাকিস্তান থেকে বেকার যুবক ভিখারী এবং দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বাংলাদেশে পাঠানাে হচ্ছে যাতে তারা বিভিন্ন সামরিক কাজকর্মে সাহায্য করতে পারে। টীচার্স ট্রেনিং কলেজ, ঢাকা কলেজ, মিউজিক কলেজ এবং নতুন পরিষদ ভবনে অস্থায়ী সেনাবাস স্থাপিত হয়েছে। অবাঙ্গালী বাস ড্রাইভার, কন্ডাকটার এবং বেকারদের রাত্রে সামরিক শিক্ষা দেওয়া হচ্ছে বলেও ঐ প্রত্যক্ষদর্শী বর্ণনা করেছেন।
Reference:
৯ জুলাই ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা