১ জুন ১৯৭১ঃ বাড়ী ও দোকান বরাদ্দের জন্য শান্তি কমিটির দরখাস্ত আহবান।
শান্তি কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা সদর দক্ষিন মহকুমায় বাড়ী ও দোকান বরাদ্দ নিতে ইচ্ছুক ব্যাক্তিদের কাছ হতে শান্তি কমিটি দরখাস্ত আহবান করেছে। শান্তি কমিটির অফিস সকাল ৮ টা থেকে ১২ টা এবং বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ফরম দেয়া নেয়া চলবে। ১৫ জুনের মধ্যে দরখাস্ত শান্তি কমিটির অফিস মগবাজারের ১১৬ নম্বর বাড়ীতে (কাজী অফিসের সাথে) পৌছাতে হবে।
নোটঃ গোলাম আজমের বাড়ী মগবাজার কাজী অফিসের সাথেই। হিন্দুদের দখল কৃত দোকান ও বাড়ী বরাদ্ধ দেয়ার কর্মসূচী ছিল এটি।