You dont have javascript enabled! Please enable it!

১ জুন ১৯৭১ঃ লোকসভায় সরণ সিং

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সরণ সিং আজ সংসদে বলেছেন, পাকিস্তাঙ্কে নতুন করে অর্থ সাহায্য করা হলে পরোক্ষ ভাবে বাংলাদেশের উপর পাকিস্তানী নির্যাতনকে ক্ষমা করা হবে। ভারতের এই মনোভাবের কথা বিশ্ব এর প্রায় সকল রাষ্ট্রকে জানিয়ে দেয়া হয়েছে। ভারতে আগত শরণার্থীদের জন্য এ পর্যন্ত যে সাহায্য এসেছে বস্তুত তা দায়সারা গোছের। অর্থনীতিবিদদের মতে আগামী ৩ মাসের মধ্যে পাকিস্তানের অর্থনীতি ভেঙ্গে পড়বে। বাংলাদেশে যুদ্ধ করতে তাদের দৈনিক এক কোটি টাকা খরচ হচ্ছে। এক্ষনে পাক কোষাগারে মাত্র ৭৫ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আছে। পাকিস্তানের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত ছিল পাট ও চা। যুদ্ধ শুরুর পর তা এখন বন্ধ। ফলে বৈদেশিক মুদ্রা অর্জনের পথও বন্ধ। বর্তমান বৈদেশিক মুদ্রা দিয়ে পাকিস্তান আগস্ট পর্যন্ত চলতে পারবে। তার পরই পাকিস্তানে চরম মন্দা শুরু হবে।