You dont have javascript enabled! Please enable it! 1971.06.01 | কলকাতায় মাইকেল বারনেস বলেন - সংগ্রামের নোটবুক

১ জুন ১৯৭১ঃ কলকাতায় মাইকেল বারনেস বলেন

বৃটিশ এমপি (শ্রমিক দল) মাইকেল বারনেস কলকাতায় এক বিবৃতিতে বলেন, বিশ্বকে অবশ্যই পূর্ব পাকিস্তানের বিয়োগান্ত ঘটনার সমাধান করতে হবে। যারা বলে পূর্ব বাংলার সাম্প্রতিক ট্রাজেডি পাকিস্তানের ঘরোয়া বিষয় তারা ননসেন্স। তিনি বলেন তার দেশের উচিত হবে এ বিষয়ে ১ মিলিয়ন পাউন্ডের তহবিলকে ১০ মিলিয়ন পাউন্ডে পরিনত করা। তিনি বলেন তিব্বতে চীন যা করেছে পাকিস্তান পূর্ব পাকিস্তানে তা করছে। সেনাবাহিনী পূর্ব পাকিস্তানীদের নির্যাতনের মাধ্যমে দেশ ত্যাগে বাধ্য করছে। তিনি বলেন পাকিস্তানকে অর্থনৈতিক অবরোধের মাধ্যমে পূর্ব পাকিস্তান থেকে সৈন্য প্রত্যাহারে বাধ্য করা উচিত। বারনেস বলেন পূর্ব পাকিস্তানের বিষয় তিনি তার সরকারের মাধ্যমে জাতিসংঘে পেশ করাবেন। তিনি বলেন বাঙালিদের রক্ষার্থে অবশ্যই বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে। তার সাথে ওয়ার অন ওয়ানট সভাপতি চেজওয়ার্থও ছিলেন। তিনিও সাংবাদিকদের কিছু কথা বলেন।