You dont have javascript enabled! Please enable it! 1971.05.30 | কলকাতায় ব্রিটিশ এমপি মাইকেল বার্নেস এবং ডোনাল্ড চেজওয়ার্থ - সংগ্রামের নোটবুক

৩০ মে ১৯৭১ঃ কলকাতায় ব্রিটিশ এমপি মাইকেল বার্নেস এবং ডোনাল্ড চেজওয়ার্থ

ওয়ার অন ওয়ানট চেয়ারম্যান ডোনাল্ড চেজওয়ার্থ এবং ব্রিটিশ এমপি মাইকেল বার্নেস পশ্চিম বঙ্গের কয়েকটি শরণার্থী শিবির পরিদর্শন করে কলকাতা ফিরে এসে সাংবাদিকদের বলেন পূর্ব বাংলায় পাকিস্তান সেনাবাহিনীর বর্বরতা ও হত্যাকাণ্ড সম্পর্কে সন্দেহের কোন কারন নেই এবং পাকিস্তানকে যে সমস্ত দেশ অস্র সরবরাহ করেছে এবং অন্যান্য সাহায্য দিয়েছে তাদের দায়িত্ব রয়েছে পাকিস্তানের উপর চাপ প্রয়োগ করার যাতে পূর্ব বাংলা থেকে সৈন্য প্রত্যাহার হয় ও সেখানকার প্রশ্নের একটি গনতান্ত্রিক মীমাংসা হয়। বার্নেস বলেন এ সমস্যা ৬ মাস অব্যাহত থাকে তবে ভারত ও পাকিস্তানের মধ্যে গুরুতর সমস্যা সৃষ্টি করবে। তিনি বলেন পাকিস্তানকে অস্র দেয়া হয়েছিল বহিঃ শক্তির আক্রমনের বিরুদ্ধে ব্যাবহারের জন্য কিন্তু তারা সে অস্র তাদের নিজের জনগনের বিরুদ্ধে ব্যাবহার করছে। এইড কনসোর্টিয়াম জুলাই মাসে বসার কথা তাই বিষয়টি এর সাথে যুক্ত দেশ গুলির চিন্তায় রাখা উচিত। চেজওয়ার্থ বলেন পাকিস্তান ঘূর্ণিঝড়ের বাবদ সংগৃহীত সাহায্যের ১৫ লাখ ডলার ত্রান কাজে ব্যাবহার করেনি। আইনগত জটিলতা সত্ত্বেও উক্ত টাকা ফেরত এনে ভারতে অবস্থানকারী শরণার্থীদের পিছনে ব্যায় করা উচিত। তিনি বলেন পূর্ব বাংলায় ৪৩ এর মত একটি দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে এ জন্য তিনি তার বৈদেশিক উন্নয়ন মন্ত্রীকে এ দেশ সফর করে পরিস্থিতি যাচাই করার আবেদন জানান। তিনি বলেন ব্রিটেনের এখন পর্যন্ত সাহায্য মঞ্জুরি মাত্র ১০ লাখ পাউন্ড যা উচিত ছিল এক কোটি পাউন্ড।