You dont have javascript enabled! Please enable it! 1971.05.29 | ফেঞ্চুগঞ্জ সার কারখানা শান্তি কমিটির মিছিল ও জনসভা - সংগ্রামের নোটবুক

২৯ মে ১৯৭১ঃ ফেঞ্চুগঞ্জ সার কারখানা শান্তি কমিটির মিছিল ও জনসভা। 

ফেঞ্চুগঞ্জ সার কারখানা শান্তি কমিটি সার কারখানা মাঠ হতে বিরাট মিছিল বের করে। সভাপতিত্ব করেন সারকারখানা কমিটি সভাপতি দেলওয়ার হোসেন চৌধুরী। মিছিলে অংশ নেন সার কার খানা প্রধান মখলেসুর রহমান সহ সকল বিভাগীয় প্রধান। মিছিল শেষে একই স্থানে আবার জনসভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন সারকারখানা কমিটি সভাপতি দেলওয়ার হোসেন চৌধুরী, সার কারখানা মসজিদের ইমাম ফরিদ উদ্দিন আহমদ ও কারী আব্দুল মজিদ। এ ছাড়াও বক্তব্য প্রদান করেন মোহাম্মদ রুহুল আমীন। সার কারখানা শ্রমিক ইউনিওন সভাপতি আব্দুর রশিদ, ফেঞ্চুগঞ্জ কাসেম আলী হাইস্কুলের প্রধান শিক্ষক ইন্তাজির খান, এমোনিয়া সালফেট প্রধান আব্দুল লতিফ, মওলানা শামশুল হক শেরপুরী, মওলানা আব্দুল ওয়াহাব, কাজী গোলাম কিবরিয়া। সভায় ৭ দফা দাবী জানানো হয় এবং পাকিস্তানের সংহতি কামনা করে মোনাজাত করা হয়।