২৮ মে ১৯৭১ঃ হায়দ্রাবাদে ভুট্টো বলেন আওয়ামী লীগ বেআইনী ঘেষিত হবার ফলে দেশে এখন পিপিপিই সংখ্যা গরিষ্ঠ দল।
হায়দ্রাবাদে দলীয় সভাপতি বদিউল হাসানের বাসভবনে অনুষ্ঠিত দলীয় কর্মীদের এক সভায় পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জেড. এ ভুট্টো বলেন, দেশের ব্যাপারে পিপলস পার্টির সক্রিয় সহযোগিতা ছাড়া জনগণের সমস্যা সমাধান সম্ভব নয়। তিনি বলেন তার দল একটি বিপ্লবী দল। আওয়ামী লীগ বেআইনী ঘেষিত হবার ফলে দেশে এখন পিপিপিই সংখ্যা গরিষ্ঠ দল। তাদেরি এখন পূর্ব পাকিস্তানবাসীর সমস্যার সমাধান করতে হবে।’তিনি বলেন পূর্ব পাকিস্তানী ভাইয়েরা সেখানকার দুষ্কৃতিকারী ও ভারতীয় অনুপ্রবেশ কারী দ্বারা অনেক দুঃখ দুর্দশা ভোগ করেছে। ভারতকে তিনি সতর্ক করে দিয়ে বলেন ৬৫ সালের যুদ্ধ থেকে শিক্ষা গ্রহন করুন। তিনি বলেন প্রেসিডেন্ট ইয়াহিয়া জনগনের নিকট ক্ষমতা হস্তান্তরে বদ্ধ পরিকর। কাজেই এমন একদিন আসিবে সেদিন পিপলস পার্টি দেশের উভয় অংশ মেনিফেস্ত অনুযায়ী খেদমত করবে।