পাবনায় বােমা
পাকিস্তানী জেট বিমান বৃহস্পতিবার পাবনা শহরে বােমাবর্ষণ করে। ফলে ৫ জন নিহত, ১১ জন আহত এবং অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।
কুমিল্লা থেকে মৈয়ামাটি ১০ কিলােমিটার লম্বা রাস্তাটি ফৌজী নিরন্ত্রণে। ঐ অঞ্চলে ধুলুপাড়া বিমানঘাঁটিটি মুক্তিফৌজ ধ্বংস করে দিয়েছে।
চট্টগ্রাম বন্দর এখনও পাকফৌজের হাতে। ডক-শ্রমিকরা কাজে যােগ না দেওয়ায় সৈন্য এবং নৌ-সৈন্যরা জাহাজ থেকে মাল খালাস করছে। বাণিজ্য-জাহাজগুলি বন্দরের বাইরে মাল বােঝাই হয়ে দাঁড়িয়ে আছে। খালাস কবে হবে তার কোন স্থিরতা নেই।
সূত্র: কালান্তর, ২৩.১১.১৯৭১