মার্কিন সরকারকে পাকিস্তানকে অস্ত্র ক্রয়ের আশ্বাসদান
রাওয়ালপিণ্ডি, ৭ জুলাই (এ, পি)—আজ পাক পররাষ্ট্র বিভাগের সংবাদে জানা গেল যে, লাইসেন্স অনুযায়ী পাকিস্তান মার্কিন সামরিক অস্ত্রাদির স্পেয়ার পার্টস ও গােলাবারুদ ক্রয় করতে পারবে এবং ৪ বা ৫ হাজার ভর্তি এই মালপত্র ক্রয়ের ব্যাপারে মার্কিন সরকার কোন হস্তক্ষেপ করবে না বলে পাক সরকারকে আশ্বাস দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট নিকসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কিসিঙ্গারের সফরের পূর্বাহ্নে পাক সরকার এই সংবাদটি প্রচার করেছে। পাকিস্তান কি শর্তে আমেরিকা থেকে অস্ত্র ক্রয় করেছে সেটা বলা হয়নি।
সূত্র: কালান্তর, ৮.৭.১৯৭১