২৭ মে ১৯৭১ঃ যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আগা হিলালি বলেন
যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আগা হিলালী ওয়াশিংটনে বলেন, ভারত পাকিস্তানের একটি আভ্যন্তরীণ সমস্যাকে আন্তর্জাতিকীকরণের চেষ্টা চালাচ্ছে। হিলালি বলেন আমি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিচ্ছিনা। আমরা ভারতের সাথে যুদ্ধ চাই না। এ সমস্যা সমাধানের এটি সঠিক পথ নয়। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ইতিমধ্যে ঘোষণা করেছেন ভয়ে যারা ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন তাদের সাদরে ফিরিয়ে নেয়া হবে। তিনি বলেন যে সমস্ত বেক্তি লুটপাট ও অন্যান্য অপরাধ করেছে তাদের শাস্তি দেয়া হবে। তিনি বলেন পূর্ব পাকিস্তানে আগামী তিন মাসের খাদ্য মজুত সন্তোষ জনক। কিন্তু শরণার্থীরা ফিরতে শুরু করলে আরও খাদ্য প্রয়োজন হবে। তিনি বলেন পূর্ব পাকিস্তান থেকে রফতানি বন্ধ থাকায় প্রচণ্ড আর্থিক সমস্যা সৃষ্টি হয়েছে। হিলালি জয়প্রকাশ নারায়নের যুক্তরাষ্ট্র সফরের ঘোষণায় প্রচণ্ড অসন্তোষ প্রকাশ করেন। নারায়ন প্রচণ্ড পাকিস্তান বিদ্বেষী।